জনতার কলাম–কমান্ডার এম এম লালমিয়াঃপুলিশ দেশের সেবক ও জনগনের বন্ধু এই কথাটির উজ্জ্বল দৃষ্টান্ত আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক স্যার!!!
গত ১১/৬/২০১৯ ইং তারিখ ভাগ্য ক্রমে স্যারের সাথে দেখা করার সুযোগ পাই, দির্ঘ ১ ঘন্টারও বেশী সময় স্যারের চেম্বারে বসে কথা বলি এবং স্যারের সুন্দর সুন্দর জনকল্যাণ মূল্যক কাজগুলি দেখার সুযোগ পাই।
এই ১ ঘন্টা সময়ে সাধারন মানুষের সাথে স্যারের ব্যবহার দেখে স্যারের প্রতি আমার সম্মান আরো অনেক বেড়ে যায়। এই ১ ঘন্টা সময়ের মধ্যে কমপক্ষে ৩০ জন ব্যাক্তি স্যারের রুমে আসে বিভিন্ন সমস্যা নিয়ে।
স্যার তাদের বসিয়ে চা খাওয়ান এবং ঠান্ডা মাথায় তাদের অবিযোগগুলি শুনেন ও মুন্সী কে তার রুমে ডেকে এনে জিডি মামলা নেয়ার নির্দেশ দেন।
ছেলে মিছিং হয়ে যাওয়া, স্বামী খুজ খবর ও ভরন পোষন না করা, রুম থেকে এটি এম কার্ড হারিয়ে যাওয়া, অন্যদের অসুবিধা করে বালু বিক্রেতাকে ডেকে এনে ওয়ার্নিং দেওয়া সহ আরো অনেক সমস্যার সমাধান করতে দেখি এই ১ ঘন্টা সময়ের মধ্যে, আবার এরই মধ্যে কমপক্ষে ৩০ জনের সাথে ফোনে কথাও বলেন তাছারা এ সকল কাজের ফাকে আমার সাথে কথাও বলেন সত্যি স্যারের কাজের স্টাইল দেখে মনে হয় স্যার যেন একটি ম্যাশিনম্যান। সবচেয়ে বেশী মুগ্ধ হই স্যারের যে কাজটি দেখে তা হলো একটি ছেলে তার পিতা মাতার সাথে খারাপ ব্যাবহার করে এই অবিযোগে ছেলেটিকে আটক করা হয় এবং উত্তম মাধ্যমও দেয়া হয়, ছেলেটির বাবা ও মা স্যারের রুমে এসে বলেন স্যার ও ভাল হয়ে যাবে ওরে ছেরে দিন, স্যার একজন এস আইকে ডেকে ছেলেটিকে স্যারের রুমে আনতে বলেন, স্যার ছেলেটি বলেন আর যদি কখনো তুর বাবা মায়ের সাথে কোন ধরনের খারাপ আচরন করিস তাহলে তুর খবর আছে । এস আই কে বলেন আপনি ওর ছবি তুলে রাখুন ও ওর বাবার মোবাইল নাম্বার লিখে রাখুন এবং স্পেশাল ভাবে আপনাকে আরেকটি কাজের নির্দেশ দেওয়া হলো আপনি কমপক্ষে ১০ দিন ফজরের নামাজের পর থেকে সকাল ৮ টার মধ্যে একবার এবং রাতে একবার ওর বাবা মাকে ফোন দিবেন, তাহারা যদি একবার ও খারাপ ব্যবহার করেছে বলে তাহলে ওকে ধরে নিয়ে আসবেন। আরও অনেক যা লিখতে গেলে কমপক্ষে ১০ টি পোষ্ট করতে হবে। আগেই একটি পোষ্টে লিখে ছিলাম স্যার বঙ্গবন্ধু পরিবারের ছেলে এবং জমিদার বংশের ছেলে।
কিন্তু তার পরও তার মধ্যে নেই কোন বংশের অহংকার আসলে এ সকল মানুষেরা নিজের জন্য চাকুরী করেনা চাকুরী করেন দেশের জন্য ও দেশের হতদরিদ্র মানুষের জন্য।
এমন একজন মহান মানুষের সাথে কিছুটা সময় কাটাতে পেরে নিজেকে গর্ভিত মনে হচ্ছে।
কমান্ডার এম এম লালমিয়া।
মোবাইলঃ০১৬৩৬৮৩৪০৫৭
Discussion about this post