৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ১৩ অক্টোবর সকাল ১০ টা দামপাড়া পুলিশ লাইন্সস্থ বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম এ প্যাথলজি বিভাগ এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম ।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং বিভাগীয় পুলিশ হাসপাতালের কর্মকর্তাসহ অন্যান্য ডাক্তার ও বিভিন্ন পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সূত্র জানায় পুলিশ কমিশনার মাহাবুবর রহমানের (সি এম পি) আন্তরিক উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এই নতুন প্যাথলজি সেন্টারে ,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সকল স্তরের পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যগণ বিনা পয়সায় প্রায় ১৪ টি টেস্ট করাতে পারবেন।