বিল্লাল হোসেনঃপ্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গত রবিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে। শেষ হবে ২৪ নভেম্বর। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন। সারাদেশে মোট ৭ হাজার ৪৭০টি এবং দেশের বাইরে ৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে পরীক্ষাসংক্রান্ত এসব তথ্য জানানো হয়। এ দিকে দেবিদ্বার উপজেলার রাজামেহার উচ্চ বিদ্যালয়ের পি’এস’সির পরিক্ষা কেন্দ্রে মোট ৯ টি কক্ষে সুশৃঙ্খল, সুন্দর, মনোরম ও নকল মুক্ত, পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে পি এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪৩৬ জন ইবতেদায়ির ৯৪ জন ছাএ-ছাএীসহ মোট ৫৩০ জন ছাএ-ছাএী অংশগ্রহণ করে ।পরীক্ষা চলাকালীন সময়ে ইউ এন ও প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো:কাউছার আহমদ ভূঁইয়া,রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো: আব্দুল মোমেন, মো: বশিরুল ইসলাম সরকার (হল সুপার) ও প্রধান শিক্ষক ওয়াহেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,এবং মৃণাল কান্তি রায় (সহকারী হল সুপার) ও প্রধান শিক্ষক ভরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
এবার বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ হয়েছে।
দেশের দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।