এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃবাগেরহাট জেলায় ফকিরহাট উপজেলার মানসা বাজারে বুধবার দুপুর ১২টায় ভ্রাম্যমান আদালতের বিশেষ এক অভিযানে মেয়াদ উর্ত্তীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ৩টি দোকানে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালতের পরিচালনায় বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অদিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান একটি মিষ্টির দোকান ১৫’শত টাকা, একটি কসমেটিক্স দোকান ১’হাজার ও একটি ফার্মেসীর পরিচালকের নিকট থেকে ২’হাজার টাকা জরিমানা করেন। এসময় জেলা বাজার কর্মকর্তা মোঃ সুজাত হোসেন খান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।