বিশেষ প্রতিনিধিঃফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে দুলাল হোসেন (৪২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৩ ফেব্রুয়ারী) রবিবার, দুপুর ১২ টার সম কাঞ্চননগর চেঙ্গরপুলের উত্তর-পুর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় লাশের হাত-পা ও মুখ বাঁধা এবং কপাল তেঁতলানো রক্তাক্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে বেশ কয়েকটি লাটি দেখা গেছে। পুলিশের ধারণা মতে, লাশটিকে লাটি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হতে পারে। নিহত দুলাল হোসেন উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের হাছি মিয়া টিলার মৃত গুরা মিয়ার পুত্র। তিনি পেশায় একজন ডেকোরেশন ব্যবসায়ী। নিহতের পরিবার জানান, তার সাথে থাকা ২টি মোবাইল ফোন ও ডিস্কভার ১৩৫ মোটর সাইকেলটি পাওয়া যায়নি৷ জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় হেলাল নামে এক কৃষক মাঠে কাজ করতে গেলে বিলের এক পাশে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে নিহতের পরিবার ও ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বড় ছেলে মিরাজ বলেন, ‘দীর্ঘ ২০ বছর যাবৎ তার বাবা ডেকোরেশন ব্যবসার সুবাধে ঐ রাস্তা দিয়ে কাঞ্চননগরে তার ব্যবসা প্রতিষ্টানে যাতায়াত করে আসছিল। তার বাবার সাথে কারো কোন শত্রুতা নেই। এরপরও যারা তার বাবাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই সে। এ ব্যাপারে রোববার দুপুরে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে অাসা হয়েছে। লাশ ময়না তদন্তের মর্গে পাঠানো হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য: যে, গত ১২ জানুয়ারী রাত সাড়ে ১০ টার দিকে একই এলাকায় কাঞ্চননগরের অাজম ও জাহাঙ্গীর নামের দুই ব্যক্তিকে চুরিকাঘাতে মারাত্মক জখম করে ছিনতাইকারীরা। স্থানীয়দের সহায়তায় সেদিন গুরুতর অাহত অবস্থায় তারা কোন রকম প্রাণে বাঁচে। এলাকাবাসীরা জানান, প্রশাসনের যথাযত ব্যবস্থার পদক্ষেপের অভাবে উদ্বেগজনক হারে এ এলাকায় ছিনতাইকারী, সন্ত্রাসীদের হামলার শিকার বেড়েছে। এখনই ব্যবস্থা না নিলে বড়ো ধরনের প্রাণহানির ঘটনা ঘটবে।
Discussion about this post