মহামারি করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন, চট্রগ্রাম রাউজানের এমপি পুত্র ফারাজ করিম চৌধুরী ও তার ছোট ভাই ফারহান করিম চৌধুরী
সূত্র জানায় ফারাজ করিম ৩য় বার করোনা রোগে আক্রান্ত হয়েছে এবং তার ছোট ভাই ফারহান করিম প্রথম বার করোনায় আক্রান্ত হয়েছে।
সূত্র জানায় তারা উভয়ে নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছে,ফারাজ করিম সকলের নিকট দোয়া চেয়েছে।