৭১ বাংলাদেশ ডেস্কঃ-
আজ বসন্তে মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হবে।
বসন্তকে ঘিরে বাসন্তী রঙের শাড়ি, হলুদ রঙের পাঞ্জাবি আর রঙ-বেরঙেয়ের ফুলের সাজসজ্জায় নানা মাত্রিকতায় বর্ণিল করে তোলে বাঙ্গালীরা। তবে বসন্ত উৎসব আজ গ্রামীণ আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নেই। শহুরে মানুষের কাছেও বসন্তের আবেদন ভিন্নরকম অনুপ্রেরনা যোগিয়েছে। বিশেষ করে শহরের তরুণ-তরুণীরা বসন্ত বরণে দিনভর ব্যস্ত আজ। ফুলে ফুলে ভরে আছে তরুণীর চুলের খোপা। শহরের বিভিন্ন জায়গায় এমন বসন্ত উৎসব দেখা যায়। আজকের এ দিনে দর্শনীয় স্থানগুলোতে মানুষের পদচারণায় যেন তিল ধরার ঠাঁই নেই।
শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তিতে ফুল যেন তুলনাহীন। ফুলে প্রেম নেই- এমন মানুষ মেলানোই ভার।
Discussion about this post