বিশেষ প্রতিনিধিঃবঙ্গবন্ধুর সময়কে ধারণ করে যে বই রচিত হয় সেটি চিরকালীন হয়ে যায় ও সেরা হয়ে উঠে।
খড়িমাটি আয়োজিত নারীনেত্রী ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহানের ” বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা ও ভাবনা বিশ্ব” বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া’র সভাপতিত্বে শুক্রবার ৭ ফেব্রুয়ারী চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। তিনি বলেন, রাজনীতি করার একটা পাঠ হবে এই বই। এখান থেকে একটা অাদর্শ তৈরী হবে যা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন অাকতার। তিনি বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধু কে জানতে হবে। আর বঙ্গবন্ধু কে জানতে হলে এই বইটি পড়তে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও রাজনৈতিক অাদর্শ সম্পর্কে জানাতে বইটি সহায়ক ভূমিকা পালন করবে।
বইটির লেখক শাহিদা আক্তার জাহান বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা মানেই বাংলাদেশ। দেশের সাধারণ মানুষের জন্য বঙ্গবন্ধু যেমন ভাবতেন সবসময় তেমনি জননেত্রী শেখ হাসিনা ও ভাবেন। এই বইয়ে তাদের ভাবনার কথা বিস্তারিত বণর্না করা হয়েছে।সবাইকে বইটি পড়ার অাহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি অাবুল কালাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রফেসর সুকান্ত ভট্টাচার্য, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ – সভাপতি দিপিকা বড়ুয়া, প্রকৌশলী সাজিদ হোসেন, শিক্ষানুুরাগী মোঃ ইসহাক, কাউন্সিলর আব্দুল বারেক ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাজিম উদ্দিন, নূরীমন অাক্তার, সমাজসেবিকা মমতাজ বেগম, শাহানাজ অাক্তার, চম্পা দেবী সোমা, সুলেখা বড়ুয়া, উম্মে সাজিয়া সুলতানা, মোঃ ইদ্রিছ, ফাতেমা বেগম, মোঃ তালেব, মোঃ আলমগীর, মোঃ মান্নান, মোঃ সাকিব, রণি অাক্তার, মোঃ জাকের, রিজিয়া বেগম, মোঃ মিঠু, জাহাঙ্গীর আলম, মোঃ ইউসুফ, নুরুল হুদা এবং সাতকানিয়া,লোহাগাড়া, বাঁশখালী, পটিয়া, অানোয়ারা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।