বিশেষ প্রতিবেদকঃবাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৩তম বার্ষিকী উপলক্ষ্যে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের স ালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জুবায়ের আহমদ চৌধুরী, শাহজান আহমদ, নাজিকুল ইসলাম, সনজয় শর্মা, রতœা বসাক, মুক্তা চ্যাটার্জি, সন্দিপ নায়েক প্রমুখ।