রাজধানীর মগবাজারে এসপি গোল্ডেন লাইনের বাসচাপায় নিহত হয়েছিলেন সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় ওই বাসের মালিককে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য জানিয়েছের র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি জানান, গত শুক্রবারে রাজধানীর মগবাজার এলাকায় এসপি গোল্ডেন লাইন নামের একটি বাসের চাপায় নিহত হন সাইফুল। এরই জেরে বাসের মালিক জুনায়েদ হোসেন লস্করকে (৪৬) সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বেলা দেড়টার দিকে মগবাজার ওয়্যারলেস গেটের পাশে এসপি গোল্ডেন লাইন নামের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম নিহত হন। পরে স্থানীয় জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত সাইফুল ইসলামের (৩০) গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। তিনি রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোরান এলাকায় বসবাস করতেন এবং মগবাজারের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।