মোঃ ফয়সাল এলাহীঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে সাড়ে ১৩ কেজি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করেছে শুল্ক কর্তৃপক্ষ। এসব স্বর্ণের দাম আনুমানিক সাড়ে ৬ কোটি টাকা। সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা বাংলাদেশে বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী স্বপন চন্দ্র নাথের কাছ থেকে সোনাগুলো জব্দ করেন। তিনি ফটিকছড়ির লালমোহন নাথের পুত্র। বিমানবন্দর কাস্টমসের উপ–কমিশনার উত্তম বিশ্বাস জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হবার সময় ওই যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে থাকা হ্যামার মেশিন ও ওয়াশিং মেশিনের যন্ত্রাংশের প্যাকেটে এসব সোনা পাওয়া যায়।

