চট্টগ্রাম জেলা ছাত্রলীগের এককালীন সাধারণ সম্পাদক ৭০ সালে চট্টগ্রাম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক, ৭১ সালের মুক্তিযুদ্ধে সন্দীপ, সীতাকুন্ড, মিরস্বরাই বিএলএফ জোনাল কমান্ডার, চট্টগ্রাম জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সাবের আহমদ আসগরী আর নেই।
তিনি ৭ই অক্টোবর বিকাল চার টার দিকে রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মুক্ত রাজনৈতিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সকলে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সূত্র জানায় সাবের মুক্তিযোদ্ধা হলেও নিবন্ধিত হতে পারেননি।
সূত্র জানায় সকল মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ এবং মরহুমের জানাজায় শামিল হওয়ার জন্য আহব্বান জানিয়েছেন মুক্ত রাজনৈতিক আন্দোলন এর কেন্দ্রীয় কমিটি।
চট্রগ্রামের মুক্তিযোদ্ধারা ৭১ বাংলাদেশ প্রতিনিধি কে জানান আমরা মুক্তিযোদ্ধারা তাকে মরনোত্তর সালাম জানাব।
বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিক সাবের আহমেদ আজগরীর মরদেহ ৮ ই অক্টোবর ২৫ ইং জামিউতুলফালা মসজিদের মাঠে বাদ জোহর জায়নাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তি যুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের সকল টাষ্টি এবং
প্রাক্তন জাসদ ফোরামের নেতৃবৃন্দ ডা. মাহফুজুর রহমান,সোলায়মান খান,শ ম নজরুল ইসলাম, নূরুল আরশাদ চৌধুরী, মশিউর রহমান খান তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।
প্রবীণ সাংবাদিক সাবের আহম্মদের মৃত্যুতে,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ(বিএসকেপি)’র কেন্দ্রীয় কমিটির সকল সাংবাদিক শোক প্রকাশ করেছেন