সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের বনগাও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বাদশাহ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। রোববার সিলেটের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন।
রোববার রাতে বীর মুক্তিযোদ্ধা বাদশাহ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে হযরত শাহজালাল (রাহ.) কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান ও জানাযায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক সহ স্বজন ও গুনগ্রাহীরা।
Discussion about this post