কবিতা- বৈশাখঃ বৈশাখ জাতিকে দিয়েছো আনন্দ
নতুন বছরে প্রবল জাগ্রত শক্তি।
সাজে-সাজিয়ে উৎসাহ দিতে এসেছো
বারটি মাসের প্রথম মাস হে বৈশাখ।
জ্ঞানী-গুনী মহাসাধক তোমায় বরণে দুই হাত মেলিয়ে
সারি সারি দল বেঁধেব্যস্থ। বৈশাখ জাতিকে দিয়েছো আনন্দ
নতুন বছরে প্রবল জাগ্রত শক্তি।
সুর,শিল্পী শতশত জন্ম এসেছে নতুন ষড়ঋতু বার মাস বৈশাখে।
বৈশাখ জাতিকে দিয়েছো আনন্দ, নতুন বছরে প্রবল জাগ্রত শক্তি।
পানতা ভাত,ইলিশ মাস,ভর্তা,মরিচ পেট ঠান্ডা দুনিয়া ঠান্ডা মুণিষীর বাণী।
পৃথিবী ভালোবাসি,ভালোবাসি মুণিষী মহাপুরুষ।
বৈশাখ জাতিকে দিয়েছো আনন্দ নতুন বছরে প্রবল জাগ্রত শক্তি।
কবি-তাজ উদ্দীন