চট্টগ্রাম প্রতিনিধি:বোয়ালখালী উত্তর কঞ্জুরী রহমতুল্লিল আ’লামিন (সঃ) এর শুভ আগমন ও ওরছে গাউছুল আজম দস্তগীর (রহ.) উপলক্ষে ২দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠন।
মঙ্গলবার ৫ জানুয়ারি ওই চিকিৎসা ক্যাম্পেইন চলে কালাইয়ার হাটের পশ্চিমে মুক্তকেশী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে। ২দিনব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন কধুরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আজম শেফু।
উক্ত চিকিৎসা ক্যাম্পেইনে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রেজাউল করিম সিকদার, ডায়াবেটিস, চর্ম ও শিশু রোগের বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আবদুল মাবুদ, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ আফসানা তাসনীম, গাইনী শিশু ও জেনারেল বিশেষজ্ঞ ডাঃ উম্মে সালমা মুমু, জেনারেল ফিজিশিয়ান বিশেষজ্ঞ ডাঃ বুবলি ধর দিনব্যাপী দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দেন।