বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম সওদাগর (৭১) নগরীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।
তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইমাম নগর এলাকার মরহুম খলিলুর রহমান সওদাগরের ছেলে। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদে আসর ইমাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।তিনি ইমাম নগর মহল্লা কমিটির সভাপতি ছিলেন। এছাড়া সমাজসেবা মূলক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে এলাকাবাসীর উন্নয়নে জন্য কাজ করে গেছেন।
তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা আবুল বশর কমান্ডার এবং কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু শোক প্রকাশ করেছেন।
Discussion about this post