৭১ বাংলাদেশ প্রতিনিধিঃগভীর রাতে বোয়ালখালী সারোয়াতলী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে । বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা ৩নং ওয়ার্ড মুহাম্মদের বাড়িতে আগুনে পুড়ে গেছে আটটি পরিবারের সাতটি বসতঘর।আগুন লেগে সদ্য নির্মিত জাহান মিয়ার ছেলে মোহাম্মদ আরিফের পাকা ঘর সহ ইলিয়াস, আবদুল আজিজ, জাবের আহমদ, সেকান্দর মিয়া, মোহাম্মদ আলী ও খলিল মিয়ার বসতঘর পুড়ে যায়। স্থানীয়রা জানান, আগুন লেগে প্রায় ৩০ লক্ষাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে দীপক কুমার দাশ নেতৃত্বে বোয়ালখালী ফায়ার সার্ভিসের সাতজনের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, রাস্তার নাজুক অবস্থার কারণে আগুন লাগার স্থানে পৌঁছার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্ত মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।