জীবনে চলার পথে অনেক মানুষের সাথে
চলেছি, মিশেছি, ব্যতিক্রম এই মানুষটি
আমার প্রিয় সাংবাদিক, এবং দৈনিক ৭১
বাংলাদেশ পত্রিকার সম্পাদক জনাব
শেখ সেলিম স্যার কে উৎসর্গ করলাম।
আমি তার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি
এবং ন্যয়ের পথে সংগ্রামী জীবন প্রতাশা
♥♥ সাংবাদিক শেখ সেলিম ♥♥
লেখকঃ রফিকুল ইসলাম (খোকন)
তুমি বীর_তুমি বীর_তুমি সাংবাদিক
তুমি যোদ্ধা-তুমি সৈনিক-শেখ সেলিম।
রণাঙ্গনে যুদ্ধ করতে কলম তোমার অস্ত্র
তুলে ধরো সত্যে খবর-অপরাধী হোক ভর্স।
ফুটবে আলো তব কলমে-ভয় নেই তোমার
সত্যে পথে জীবন দিলে -ক্ষয় নেই তার।
অমর হয়ে রবে তুমি ইতিহাসের পাতায়
সত্যে তুলে ধরো অপরাধীকে কিশের ভয়।
কলমকে করো ধারণ পেশা তোমার সাংবাদিক
সত্যে পথে,সত্যে রথে, তুমিই বীর সৈনিক।
অন্যায়ের সাথে নেই কোন আপস
সত্যে উন্মচিত হোক তোমার পরশ।
সত্যে পথে থাকবে কিছু ভয় কিছু সংসয়
শিরকে উঁচু করে এগিয়ে যাও জয় নিশ্চয়।
লুটেরা নিচ্ছে কেড়ে আমার মাতৃভূমি
ব্যবিচারিত নারী-আকাশ বাতাশ ভারি।
এখনি সময় অপরাধীর মুখশ খোলার
বীরের বেশে মজলুমের পাশে দাঁড়াবার।
সময় হয়েছে কলম হাতে এসো রণাঙ্গনে
আর একবার যুদ্ধ হবে দেশ কে বাঁচাতে।
হুংকার ছোড় কলম ধর অপরাধীর বিরুদ্ধে
লক্ষ লক্ষ মজলুম জনতা থাকবে তোমার সনে।
অপরাধীর আতংক,তুমি বীর তুমি সৈনিক
তুমি সাংবাদিক, তুমি সম্পদক, তুমি শেখ সেলিম।
পাঠানটুলি নাজিরপোল পবিত্র ভূমি তব জন্মস্থান
সেথায় দাঁড়িয়ে তোল ঝড় অন্যায়ের প্রতিবাদ।
রুখে দাও অন্যায়-প্রতিরোধের দীপ্তময় তব কলম
ঝড়বে অগ্নি অপরাধের আতংক তুমি বীর সৈনিক।