এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃখুলনা জেলার -খুলনা-৫ অাসনের এমপি ও মৎস্য মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের জামাতা প্রভাস দত্ত (৫০) কে রাতে বাড়িতে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা।সূত্র জানায় তিনি বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম। ৩০শে নভেম্বর রাত ১০.৩০ মিনিটের সময় ঘটনাটি ঘটে নগরীর সোনাডাঙ্গা বকশিপাড়া এলাকায়। দুর্বৃত্তরা তার তলপেটের ডানে পাসে গুলি করে।তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ।ফাইল ফটো