৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ
ফেনী জেলার ফুলগাজী উপজেলাতে দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সাংবাদিক মো: জিয়াউল হাসান জিয়া ও তার পরিবার স্থানিয় ভূমিদস্যুদের হাতে জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে
সাংবাদিক জিয়া জানান ভুমি দখল করতে আসে কিছু ভুমিদস্যু, এতে তার পিতা ভুমিদস্যুদের বাধা দিলে সন্ত্রাসী আজমখান, মহিউদ্দিন চোট্টন, ও ওয়াজিউল্লাহ অকথ্য ভাষায় গালিগালাজ করে,এবং নানান রকম হুমকি প্রদান করে ।সূত্র জানায় মুক্তিযোদ্ধা হালিম মেম্বারের ছেলেরা না থাকলে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠতো ।সাংবাদিক জিয়ার পিতা বলেন প্রশাসনের মাধ্যমে উক্ত সমস্যার সঠিক তদন্ত সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।(ছবি সাংবাদিক জিয়ার পিতার)