নির্বাচনী সহিংসতায় আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিতে কক্সবাজার সদর হাসপাতালে ছুটে গেলেন সিএমপি কমিশনার।
১১ নভেম্বর, ২০২১ ইং কক্সবাজার জেলার ২ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সূত্র জানায় নির্বাচনে জরুরী সরকারি দায়িত্ব পালনকালে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় আহত হন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাহাড়তলী থানার এস আই আক্তার হোসেন এবং সদরঘাট থানায় কর্মরত কন্সটেবল মোঃ আনিসুর রহমান।
বিষয়টি জানা মাত্রই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম কক্সবাজার জেলা সদর হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান। তিনি কর্তব্যরত ডাক্তারদের সাথে আলাপকালে আহত পুলিশ সদস্যদের বিষয়ে খোঁজ খবর নেন। এমআরআইসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর আহতদের প্রত্যেকেই শংকামুক্ত বলে কর্তব্যরত ডাক্তার সিএমপি পুলিশ কমিশনার কে অবহিত করেন।
এস আই আক্তার হোসেন কক্সবাজার জেলার সদর থানাধীন চপল নন্দী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ডিউটিরত ছিলেন এবং মোঃ আনিসুর রহমান খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত ছিলেন।
জরুরী সরকারি দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত কল্পে কর্তব্যরত চিকিৎসকদের সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।