নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক এমপি চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
তার দলের নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন সংগ্রহ করেন। এর আগে একই আসন থেকে ২০০৮ এমপি নির্বাচিত হন তিনি।শনিবার ১০ নভেম্বর বিকেলে ধানমন্ডির আওয়ামীলীগ কার্যালয়ে নতুন ভবন থেকে ওই মনোনয়ন পত্র সংগ্রহণ করেন।
সকাল থেকে কার্যালয়ের ৮টি বুথে ৮টি বিভাগের মনোনয়ন ফরম বিক্রি চলছে। এ সময় কবরী বলেন, ঢাকা-১৭ আসন থেকে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করছি।