মন্ত্রীর আত্মীয়কে বিনা টিকিটে ভ্রমনের সময় আইন অনুযায়ী জরিমানা আদায় করা ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে তিনি মাস্টার্স করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েই রেলওয়েতে তিনি চাকুরী পান।
পরবর্তিতে চাকুরীরত অবস্থায় মাস্টার্স পাশ করেন। ক্লাস সিক্স থেকেই এলাকায় টিউশনি করে লেখাপড়ার খরচ ও সংসারের খরচ চালাতেন। শফিকুল ইসলামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামে।
একটি টিনের ঘর যার ভিটা মাটির । তিন কক্ষ বিশিষ্ট এ ঘরেই থাকেন তার মা,বাবা ও দাদী । শুধুমাত্র বাড়ীর ১০ শতক জমিই তার সম্বল। তার বাবা রজব আলী অন্যের জমি চাষ করে সংসার চালিয়েছেন।
শফিকুলের সততার কথা গ্রামবাসীর মুখে মুখে। মন্ত্রীর আত্মীয়কে বিনা টিকিটে ভ্রমনের সময় আইন অনুযায়ী জরিমানা আদায় করেছিলেন তিনি। এ কারণে শফিকুলকে বর্খাস্ত করা হয়।
বিভিন্ন মিডিয়াতে বিষয়টি প্রচার হলে তাকে তড়িঘড়ি করে পূনঃবহাল করা হয়।