বিশেষ প্রতিবেদকঃজাতীয় সংসদের সাবেক স্পীকার মরহুম জননেতা হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদের নিচতলায় এক দোয়া ও মিলাদ মহফিল ১১ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক ও শফিউল আলম চৌধুরী নাদেল।
দোয়া মাহফিলে সিলেট মহানগর আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্থরের নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।