মানুষ পূজা
কবি মোঃআবু বকর সিদ্দীক
মানুষ পূজা বন্ধ করো,
এই বাংলার মাঝে।
নয়লে তোরা ভুগবি ভবে।
ধ্বংস হবি নিজে।
মানব হয়ে নেতার পূজা,
করছে কিছু লোক।
সমাজ থেকে ত্বরায় এদের,
ব্লোক করা হোক।
মূর্তি বানাই ফুর্তি করে,
ধর্মের কিছু ভন্ড।
নতুন নতুন আইন করে,
বাজায় তারা দন্ধ।
দু’হাত দিয়ে ঠ্যাকাও ওদের,
বন্ধ করো ভন্ডামী।
নয়লে ওরা সুযোগ পাবে,
করবে আরো বাদ্রামী।