কবিতাঃমায়ের প্রতি
হৃদয়ে কবি আবদুল কুদ্দুস বেপারী
মায়ের সোহাগ আদর পেতে
ব্যকুলআমার মন,
মায়ের আমার এই জীবনের
অমূল্য এক ধন।
জন্মের পরে কান্না স্বরে
যখন ডাকি মাকে,
ব্যথায় সিক্ত তবু ও আমায়
নেয় কাপড়ের ভাঁজে।
রক্ত মাখা মায়ের শরীর
মুখে মৃদু হাসি ,
মায়ের কাছে কাঁন্না আমার
রাখা লিয়া বাঁশি ।
মুখে অগাদ সোহাগ মায়ের
বুকে বাঁধা পণ,
মায়ের প্রতি ভালবাসা
থাকবে সারাক্ষণ (সংখ্যাঃ ২)
Discussion about this post