শারমিন আক্তার,ফেনী প্রিতিনিধিঃমা হয়েছে ফেনীর দাগুন ভূঞার সদরের এক পাগলি।দাগুন ভূঞা থানা পুলিশের সহযোগীতায় শিশু ও শিশুর মা কে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে। পুলিশ জানিয়াছেন,দাগুন ভূঞার গণিপুর এলাকার একটি বাড়ি থেকে গত শনিবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের ১০৯ নম্বরে কল করে বিষয়টি জানায় ওই বাড়ির স্থানীয়রা। পুলিশ স্থানীয়দের থেকে খোজ করে জানতে পারে এই পাগলি টি অনেক দিন যাবত দাগুন ভূঞা সদরে গুরে বেড়াতো। এই ঘটনাটি জানার পরে ফেনীর সিভিল সার্জন ডঃ হাসান শাহরিয়ার কবির ও ফেনী সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবু তাহের শিশু ও শিশুর মা কে দেখতে যায়,এবং তারা তাদের চিকিৎসারর জন্য নির্দেশ দেয় বর্তমানে মা ও শিশুটি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।দাগুন ভূঞার কর্মরত ওসি সালেহ আহমেদ জানান,এই রকম এক পাগলিকে যে বা যারা ধর্ষণ করেছে তাকে খুঁজে বের করবো,এবং আইনি পেক্রিয়ার মাধ্যমে শিশুটিকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে।ছবি ফাইল ফটো