রংপুর সংবাদদাতাঃরংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪২৬ উৎযাপন করা হয়েছে।উপজেলা প্রশাসনের বর্ষবরণ আয়োজনের কর্মসূচির মধ্যে ছিলো শোভাযাত্রা,আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতা ও পান্তা ভাতের আয়োজন।
রবিবার সকালে মঙ্গল শোভাযাত্রা উপজেলা চত্তর থেকে শুরু হয়ে রংপুর-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে শেষ হয়।বাংলা বর্ষবরণ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ক্যানভাসে লাগাও রং উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া। পরে বেগম রোকেয়া একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া,উপজেলা থানা ইনচার্জ জাফর আলী বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক মেজবাহুর রহমান মঞ্জু মিয়া,১৪নং ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সহ অন্যান্যরা।এছাড়া প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগন এতে অংশ নেন।
শিশু একাডেমির আয়োজনে বৈশাখী গান পরিবেশন করে। পরিশেষে মিঠাপুকুর বণিক সমিতি পান্তা ভাতের আয়োজন করে।