ওসমান গনি,লালমনিরহাটঃসারাদেশের ন্যায় ১১ অক্টোবর থেকে মুজিব শতবর্ষে লালমনিরহাটের বুড়িমারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মাসব্যাপী ই-সেবা ক্যাম্পেইন কার্যক্রম চালু হয়েছে।তৃণমূলের সেবার বাতিঘর হিসেবে পরিচিত ওই ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. শাহীনুর ইসলাম এ উপলক্ষ্যে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে কেক কাটা, আলোচনা সভা , লিফলেট বিতরণ , বড় পর্দায় ডিজিটাল সেন্টার ও ডিজিটাল বাংলাদেশ নিয়ে ভিডিও প্রদর্শনীর আয়োজন করে।
ইউপি সচিব মো. মাসুদুর রহমান মাসুম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এতে উপস্থিত ছিলেন। উদ্যোক্তা শাহীনুর ইসলাম বলেন সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে একজন সৈনিক হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
প্রসঙ্গত জনগণের দোরগোড়ায় সরকারি বেসরকারি সকল সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১১ নভেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দেশের ৪ হাজার ৫ শ ১ টি ইউনিয়ন পরিষদে একযোগে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন সেটি বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার নামে পরিচিত যা তৃণমূল পর্যায়ে ১শ ৫০ টিরও বেশি সরকারি বেসরকারি সেবা প্রদান করে আসছে এবং যুক্ত হতে চলছে আরও বেশ কিছু সেবাও। ফলে বেঁচে যাচ্ছে সময়, কমছে দূরত্ব ও খরচ এবং বাস্তবে রূপ নিচ্ছে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ
Discussion about this post