বিশেষ প্রতিনিধিঃমুনিরীয়া যু্ব তবলীগ কমিটির সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে চলমান আন্দোলনের সঙ্গে, মুনিরীয়া যুব তবলীগ কমিটি ১০৪নং চিকদাইর শাখা ও দক্ষিণ সর্ত্তা আহমদিয়া পাঠাগারের সকল সম্পাদক, সদস্য ও সকল ত্বরিকতপন্থীরা পদত্যাগ করেছেন। ২১মে মঙ্গলবার বিকালে হযরত শাহ্ ছগির ও হযরত শাহ্ হাবিব (রঃ) “র ঈদগাহ ময়দানে একাত্মতা প্রকাশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি ত্বরিকত পন্থীরা স্বইচ্ছায় এসে পদত্যাগ করেছেন। চিকদাইর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ছাত্রলীগ নেতা কাজী মাসুদ রানার সঞ্চালনায় আত্মসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য কাজী ইকবাল, রাউজান উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মোজাফ্ফর আহম্মদ তালুকদার, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম রানা, কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন , উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা লোকমান, দপন দে , জাহেদুল আলম জাহেদ, আবু ছালেক, আসাদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আসিফ, ছাত্রলীগ নেতা নাছির, তানভীর, রফিকুল ইসলাম তুষার, ইউপি সদস্য লোকমান প্রমূখ।