সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সহ সভাপতি ফারুকুজ্জামান খাঁন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক কোরবান আলী, অফিস সম্পাদক বাহার উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য মোবারক আলী, আবুল কাসেম, আবুল হোসেন, আলমগীর হোসেন সালমান প্রমুখ। এছাড়াও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা খেটে খাওয়া বঞ্চিত রিক্সা শ্রমিকদেরকে সরকারি সহায়তার আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বলেন, বর্তমান করোনাকালীন সময়ে রিকশা শ্রমিকরা কষ্টের মধ্যে মানবেতার জীবন যাপন করছেন।
বক্তারা বলেন, নিজেদের লাভবান বা দুনিয়াদারির চিন্তা করলে চলবেনা, দুনিয়ায়দারির পাশাপাশি আখেরাতের কল্যাণে বেশী গুরুত্ব দিয়ে নামাজ রোজা আদায় করতে হবে। বক্তারা নিজেদের নায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের রুহের মাগফেরাত ও আক্রান্তদের সুস্থতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।