নগরীর জামাল খানস্থ চট্টগ্রামে প্রেসক্লাবে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন(কেয়া)’র উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ওপুরস্কার বিতরণী সভা ১৪জুলাই সকাল সাড়ে ১০টায় কেয়া’র চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু’র সভাপতিত্বে এবং মহাসচিব অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খানের সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা ওপুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) উপ-উপাচার্য ডঃ শিরীণ আখতার, প্রধান আলোচকের বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সাবেক চসিক ভারপ্রাপ্ত মেয়র ওকাউন্সিলর নুরুল আলম, কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য’র সভাপতি এম.ইকবাল বাহার চৌধুরী, অধ্যাপক খুরশিদ আলম, প্রিন্সিপাল শেখ.এ রাজ্জাক রাজু, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ।
অন্যান্যর মধ্যে স্বাগত বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, এনায়েত হোসেন, শিক্ষক আলতাফ হোসেন, আব্দুর রহিম, এম.রহমান, হাফেজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ শিরীণ বলেন, যত বেশী নারী শিক্ষার জাগরণ-ততবেশী দেশের উন্নয়ন এবং পরিবর্তনশীল সমাজ। কেয়া’র গোল্ড মেডেল বৃত্তি সত্যিই ভবিষ্যত প্রজন্ম কে শিক্ষার উৎসাহদানে আরো জাগরিত করবে। আর বর্তমান সরকারের প্রধানমন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে দেশের নারী শিক্ষাই সহায়তা দিয়ে সমাজ-পরিবার কে উন্নত করতে সুশিক্ষাই হবে আগামীর চিন্তা। আলোকিত সমাজে গঠনে আজকের শিশু কে মাদক মুক্ত এবং নৈতিক শিক্ষার প্রতি সচেতন হবার দৃঢ় আহবাণ করেন।
সভা শেষে ট্যালেন্টপুল, সাধারণ এবং মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গোল্ড মেডেল, ক্রেস্ট, সনদপত্র, ম্যাগাজিন বই পুরস্কার বিতরণ করেন।
Discussion about this post