মোঃ নাছিরঃমাদকদ্রব্যের টাকা জোগাড়ের জন্য মাদকাসক্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে, সূত্র জানায় দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত সমাজকে ধ্বংস করে ফেলছে। এর প্রেক্ষিতে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী বিভিন্ন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব ৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনীর ধর্মপুর থেকে একটি পিকআপ যোগে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে ফেনী হতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৫ মে ২০১৮ ইং র্যাবের একটি আভিযানিক দল সদর থানাধীন ধর্মপুর এ একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় ০১টি পিকআপ এর গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা পিকআপটিকে থামিয়ে আসামী ১। মোঃ আবুল হোসেন (৩৩), পিতা-মৃতঃ আব্দুস সালাম, গ্রাম-সাতঘড়িয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার দেখানো ও সনাক্ত মতে পিকআপ টি তল্লাশী করে পিকআপ এর ভিতরে লুকানো অবস্থায় ৬৯১ বোতল ফেন্সিডিল এবং ০৪ বোতল বিদেশী মদ উদ্ধারসহ উক্ত পিকআপ টি জব্দ করা হয়।