বিশেষ প্রতিনিধিঃপ্রফেসর নজরুল ইসলাম হাবিবী কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত, ইংল্যান্ড এবং-সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন ও কলম সাহিত্য সংসদ লন্ডন সমাজ কল্যাণ মূলক দু’টি প্রতিষ্ঠান। কলম সাহিত্য সংসদ লন্ডন আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণ মূলক সাহিত্য সংগঠন। যা সাহিত্য সেবার পাশাপাশি সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনে আন্তরিকতার পরিচয় দিতে চেষ্টা করে। দেশ এখন করোনার কারণে লগডাউন চলছে।
বাড়ি-ঘর থেকে মানুষ বাহিরের বের হতে পারছেনা। এসব কর্মহীন মানুষ একেবারেই উপার্জনোক্ষম। তাদের অধিকাংশই স্বামী পরিত্যাক্তা, কেউ বিধবা, কারো পরিবারে একেবারে উপার্জনোক্ষম কেউ নেই। সোমবার (৩০ মার্চ) সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন এর সহযোগিতায় কলম সাহিত্য সংসদ লন্ডন’র পক্ষে থেকে চট্টগ্রামের রাউজান উপজেলাস্থ ৮ নং কদলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দরিদ্র ব্যক্তিদের ১৪ পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও মডারেটর কবি জিয়াউল হক জিয়া। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে ছিল প্রতি জনের জন্য ৪ কেজি চাউল, ২কেজি আলু ও আধা কেজি ডাল।
যাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়,দিলু আকতার,ফাতেমা আকতার,আয়েশা খাতুন,সালমা বেগম,খদিজা বেগম,মোজতবা খাতুন,আয়েশা খাতুন,গুল বাহার,মাসউদা খাতুন, নুর জাহান, লাকী আকতার,নুর আয়েশা বেগম, খদিজা আকতার,ছেনোয়ারা।
Discussion about this post