রাউজান হলদিয়া আমিরহাট বাজারে মহান শোহাদায়ে কারবালা স্মরনে মাহফিলে যিকিরে মোস্তফা প্রথম দিনের মাহফিল মঙ্গলবার রাতে অনুষ্টিত হয়েছে।সাংবাদিক এম বেলাল উদ্দিনের সভাপতিত্তে ও বাস্তবায়ন কমিটির সদস্য তাজ মুহাম্মদ রেজভী ও মৌলানা মোজাম্মেল হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত মাহফিলে সুললিত কন্ঠে নাতে মোস্তফা (দঃ)পরিবেশন করেন চট্টগ্রাম আন-নাসের ইসলামী সাংস্কৃতি ফোরামের সহ-সভাপতি শায়ের মৌলানা মিনহাজুল আবেদীন কাদেরী ও স্থানিয় শায়ের মুহাম্মদ পারভেজ।এতে উদ্বোধক ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিউল আলম মাইজভান্ডারী।প্রধান অতিথি ছিলেন রাউজান উত্তরসর্তা হযরত আব্দুল কাদের জিলানী (রঃ) ট্রাষ্টের সভাপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মাহবুবুল আলম।তকরির করেন রাউজান উপজেলা জামে মসজিদের ইমাম ও গাউছিয়া কমিটির নেতা আল্লামা এম এ মতিন।উপস্তিত ছিলেন থানা আওয়ামীলীগের সহ সভাপতি সোলায়মান মাষ্টার,জালাল আহমেদ,ব্যবসায়ী সৈয়দ মুহাম্মদ কামাল উদ্দিন,শফি মেম্বার,সাংবাদিক সাজ্জাদ হোসেন,সৈয়দ কপিল উদ্দিন,জিয়াউল হক,মুহাম্মদ আলী, মুহাম্মদ শাকিল,জয়নাল,মনসুর মিয়া প্রমুখ।মিলাদ কিয়াম শেষে আখেরী মোনাজাত করেন আল্লামা এয়াছিন ভান্ডারী।