কবিতা-সফল নেতা মুজিব, যে যেটাই বলুক ভাই, মোদের বাংলাদেশে ঠাঁই।
লক্ষ,কোটি হাজার নেতা মুজিব মোদের সফল নেতা
বলতে এখন কোথায় ব্যথা, বাংলাদেশে ভাই? মা কেঁদেছে,বোন কেঁদেছে,
বৃদ্ধ,কৃষাণ,হাজার শিশু, ইজ্জত,জানমাল রক্ষা করা দায়।
স্পষ্ট ভাষী মুজিব নায়ক তখন, ভাষণ দিলেন বাংলায় যখন,
গর্জে ওঠে,বৃদ্ধ,যুবক বাংলা আমার মায়ের শপথ, কে পড়াল ভাই?
নির্যাতিত,ধর্ষণ,মৃত্যুর মুখে লাশ আর কংকাল চারদিকে।
বাংলার সন্তান মায়ের আর্তনাদে, রেডিওতে মুজিবের ভাষণ শোনে
গ্রামে-গ্রামে দূর্গ গড়ে চলে, হাজার,হাজার যুবক,ছাত্র,কৃষক মুক্তিযুদ্ধের দলে।
অস্ত্র,গোলা,বারুদ খুঁজে মুক্তিসেনা গড়ে তোলে, বল?কার নির্দেশে ভাই?
অহমিকা নয় সত্যের নেতা, বিশ্ব জানে মুজিব নেতা।
মুজিব ভুলিনি তোমার ঋণের কথা।
ঠাঁই হবেনা দূর্নীতিবাজ,ঘুষের কথা, শপথ নিলাম শেষের কথায়,
লক্ষ-কোটি হাজার নেতা মুজিব মোদের সফল নেতা
কবি — তাজ উদ্দীন
Discussion about this post