বিশেষ প্রতিবেদকঃসিলেট নগরীর লালদিঘী হকার্স পূনঃবাসন ঐক্য পরিষদ ও দোকান মালিক সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, লালদিঘীরপাড়ে কুখ্যত ফেনসিডিল ব্যবসায়ী, নারী লোভী, হকার্সদের দোকান দখলের দালালচক্র, মামলাবাজ, তির খেলার স¤্রাট, সিটির অসৎ কর্মচারীদের যোগসাজসকারীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন, পুলিশ কমিশনার ও সিলেটের সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।
লালদিঘী হকার্স পূনঃবাসন ঐক্য পরিষদের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মখলিছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন,
বাংলাদেশ হকার্স সমিতির সভাপতি হাজী আবুল বসর, লালদিঘীরপাড় ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার পাপ্পু, হযরত শাহ চট রং সমিতির সহ সভাপতি মো. শাহজাহান, সংগঠনের সহ সভাপতি সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান পক্কি, রায়হান আহমদ রুমেন, রাজু আহমদ, সমুজ মিয়া, রফিকুল ইসলাম খান, লাল মিয়া, আব্বাস উদ্দিন জালালী, শফিক উদ্দিন, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, লালদিঘীরপাড় ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সাইদ ইকবাল, আব্দুল বাছিত, মাছুম আহমদ প্রমুখ।