অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধিঃনওগাঁ-৫ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন অন্যান্যদের সাথে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে অফিসিয়ালি সংসদ সদস্য হিসাবে আত্মপ্রকাশ করেছেন। পাশাপাশি দেশের সংবিধান অনুযায়ী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন শপথ নেয়ার সাথে সাথে এমপি আব্দুল মালেক নবম ও দশম জাতীয় সংসদের ‘সাবেক’ এমপি হয়ে গেছেন। নওগাঁর এলাকাবাসি জানান এখন থেকে সাবেক হলেন এমপি আব্দুল মালেক ।