প্রেস বিজ্ঞপ্তিঃ দেশ অভ্যররীণ ভাবে এখনো পরাধীন। দেশের শিক্ষক সমাজের ন্যায় সঙ্গত দাবীকে সহানুভূতির সাথে বিবেচনা না করে, উপনিবেশিক মানসিকতার দৃষ্টিতে সরকার দমন-পীড়নের যে পথ পদ্ধতি গ্রহন করেছে প্রেস বিজ্ঞপ্তি তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্ত রাজনৈতিক আন্দোলন (কেন্দ্রিয় টিম)
শিক্ষক সমাজের প্রতি সরকার জুলুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।
শিক্ষক সমাজের এই আন্দোলন অদলীয়। অথচ দলীয় দৃষ্টিতে তাদেরকে দমন-পীড়ন করা হচ্ছে! মনে করা হচ্ছে তারা যেন দেশবিরোধী কর্মকান্ড করে ফেলেছে?
শিক্ষক সমাজের প্রতি এটি সরকারের কোন ধরনের আচরণ?
এই দেশ যে অভ্যন্তরীণ ভাবে পরাধীন এই ঘটনা তার জীবন্ত উদাহরণ।
দেশবাসী তথা শ্রম কর্ম পেশাজীবী ও সমাজ শক্তিকে এই অন্যায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়েছে মুক্ত রাজনৈতিক আন্দোলন।