ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে বৃহস্পতিবার (৩ জুন) বাদ যোহর নগরীর কোর্ট পয়েন্টে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে অবিলম্বে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মহামারি করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার সঙ্গে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে। লাগাতার ১৬ মাস ধরে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ। মাঝখানে কিছুদিন কওমি মাদরাসা চালু থাকলেও আবারো তা বন্ধ করে দেয়া হয়েছে। আলিয়া মাদরাসাও খোলেনি। স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসার সকল ধরণের পরীক্ষা বন্ধ। গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে। এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো হয়নি। পরীক্ষা হবে কি না, তাও স্পষ্ট নয়। শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এবারও অটো পাসের অপেক্ষায়।
সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নযীর আহমদ এর সভাপতিত্বে সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের উপদেষ্ঠা মাওলানা আসাদ উদ্দিন, সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা আমিন উদ্দিন, মহানগর সহ-সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কে. এম শিহাব উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তাহের মিসবাহ, ইসলামী শাসনতন্ত্র জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মহানগর সাধারণ সম্পাদক মখবুল হোসেন প্রমূখ।
Discussion about this post