রউফুল আলমঃনীলফামারীর জলঢাকায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে সমাবেশ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল বেলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ)।
বিশেষ অতিথি ছিলেন জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী,প্রাথমিক শিক্ষায় বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওয়াহাব,জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সাবেক বোর্ড চেয়ারম্যান আহম্মদ প্রফেসর,উপজেলা আ’লীগের সভাপতি আনছার আলী মিন্টু,জাতীয় পার্টির সভাপতি শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী,আ’লীগের
সাধারন সম্পাদক শহীদ হোসেন রুবেল ও জাতীয় পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু প্রমূখ। মিলন মেলায় অংশগ্রহন করে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা সহ আরো অনেকে ।ফাইল ফটো