তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃহালুয়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩টি ইউনিয়নে নগদ টাকা ও চাউল বিতরণ।ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গত শুক্রবার ধারা, ধুরাইল ও আমতৈল এই ৩টি ইউনিয়নে কাল বৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়। ৪ই এপ্রিল রোজ বুধবার সকালে জেলা প্রশাসন থেকে প্রাপ্ত অনুদানে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর (ডিডিএম) এর উদ্যোগে সম্প্রতি ঐ ৩টি ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৫০০ টাকা ও জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। ৩টি ইউনিয়ন পরিষদে বিতরনকালে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহীদ উল্লাহ, ধারা ইউ পি চেয়ারম্যান মোঃ তোফায়েল আলম বিপ্লব, ধুরাইল ইউ পি চেয়ারম্যান মোঃ ওয়ারিছ উদ্দিন সুমন, আমতৈল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফিক, এবং ইউনিয়ন ট্যাগ অফিসারগণসহ অনেকেই । নগদ টাকা ও চাল পেয়েছেন ধারা ইউপিতে ১৯০জন, ধুরাইল ইউপিতে ৪৫০জন এবং আমতৈল ইউপিতে ৩১০ জন ক্ষতিগ্রস্ত পরিবার। ৩টি ইউনিয়নে সর্বমোট নগদ টাকা ও চাল পেয়েছেন ৯৫০ জন। তারা নগদ টাকা ও চাল পেয়ে বলেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চিরঋণী। একটু হলেও এই বিপদে পাশে দাঁড়িয়ে আমাদের উপকার করেছেন। আমরা কখন এ উপকারের কথা ভুলবনা।
Discussion about this post