সিলেট প্রতিবেদকঃসিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন । সরকারের দক্ষতার কারণে শিক্ষাঙ্গন দিন দিন এগিয়ে যাচ্ছে । শিক্ষক সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তন। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখছেন। শিক্ষকরা প্রাথমিক শিক্ষা দেয়ার কারণে শিক্ষার্থীরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশের উচ্চ স্থানে নেতৃত্ব দিচ্ছেন। এর সফলতা ও অবদান শিক্ষকদের। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ গড়ার কারিগর শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করেছেন । তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদেরকে আরো আন্তরিক হয়ে শিক্ষা দান করার আহবান জানিয়ে বলেন, আমি সিলেট-৩ আসনে এমপি প্রার্থী প্রত্যাশী। এক্ষেত্রে শিক্ষক সহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি ।
হাবিবুর রহমান হাবিব ১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হল রুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার স্বপন কুমার তালুকদারের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান শিবলু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি প্রমথেশ দত্ত। বিশেষ অতিথির বক্তব্য, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কল্যাণ ব্রত বিশ্বাস, জেলা কমিটির উপদেষ্টা নূরুল আমীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সমার উদ্দিন, সিলেট জেলা তাতী লীগের সভাপতি আলমগীর হোসেন ।
আরো বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, সাধারণ মিটন চন্দ্র দাস, সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ফয়জুর রহমান, কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপা মজুমদার প্রমুখ ।