জি,এম, আব্দুল মজিদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা পুলিশের বিষেশ অভিযানে ১১ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসয়ী কে আটক করা হয়েছে। থানা সূএে জানা যায় মঙ্গলবার বিকাল ৫ টায় শ্যামনগর থানা এস আই হলিম ও এস আই মিজান গোপন সংবাদের ভিওিতে জানতে পারে মৌতলা গ্রামের আনোয়ার হোসেন শেখের পুএ মাদক ব্যাবসায়ী মোঃ আলমগীর শেখ ইয়াবা বিক্রয় করার জন্য পারবাদোঘাটায় অবস্তান করছেন। তাৎক্ষনিক এস আই হালিম ও এস আই মিজান উক্ত স্তানে উপস্তিত হয়ে আলমগীরকে তল্লাশী চালিয়ে তার কোমরের লুঙ্গির ভাজের ভিতর থেকে ১১ পিচ ইয়াবা উদধার করে। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নন জানান,শ্যামনগর উপজেলা ব্যাপী মাদকের বিষেশ অভিযার চলছে।তারি ধারাবাহিকতাই থানা পুলিশের অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ী আলমগীর কে আটক করেছে।আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে এবং শ্যামনগর উপজেলা কে মাদক মুক্ত করা হবে ।