বিশেষ প্রতিবেদকঃসংবাদকর্মীর উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন-বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ(বিএসকেপি) কেন্দ্রিয় কমিটির সভাপতি মোঃ শেখ সেলিম
সিটিজি ক্রাইম টিভির সাংবাদিক সোহাগ আরেফিন ও ৭১ বাংলা টিভি রিপোর্টার সোহাগ সরদার সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত। চট্টগ্রাম নগরীর অলংকার শাহ ফাতেহ আলি বাস কাউন্টারে সাতশত টাকার ভাড়া ১৪শ টাকা নেয়ার প্রতিবাদে নিউজ কাভারেজ করতে যাওয়ায় কিছুক্ষন পরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ।
ঘটনার বিবরনে প্রকাশ, সিটিজি ক্রাইম টিভির সাংবাদিক সোহাগ আরেফিন ও ৭১ বাংলা টিভি রিপোর্টার সোহাগ সরদার নগরীর অলংকার শাহ ফতেহ আলী বাস কাউন্টারে যান । এসময় তিনি বেশ অনিয়ম দেখতে পান । তখন বাস কাউন্টারে গিয়ে সাতশত টাকার ভাড়া ডাবল নিচ্ছেন কেন জিজ্ঞেস করতেই স্থানীয় কিছু সন্ত্রাসী ২ সাংবাদিক এর উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে জখম করে ও অকথ্য ভাষায় গালী গালাজ করেন ।
পরে স্থানিয় পুলিশের সহায়তায় ২ সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ(বিএসকেপি) কেন্দ্রিয় কমিটির সভাপতি মোঃ শেখ সেলিম এক বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।