বিশেষ প্রতিনিধিঃসামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে করা মিথ্যা মনগড়া অসত্য ও তথ্য প্রমাণহীন অভিযোগের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করলাম।সাংবাদিক কবির শাহ্ দুলাল বলেন কি কারণে এমন অসত্য প্রচার হচ্ছে তা আপনারাই বিচার করবেন।সত্য এবং ন্যায়ের পক্ষে আছি এবং আজীবন থাকবো সাংবাদিক কবির শাহ্ দুলাল আরো বলেন রাষ্ট্র ও প্রশাসন বিরোধীদের মুখোশ উম্মোচন করার লক্ষে প্রমাণসহ ২৪/০২/২০১৯ ইং রামগড়ে চাঁদাবাজির তথ্য রেকর্ড সংগ্রহ করে নেয়ার পর শুরু হয় গভীর ষড়যন্ত্র।
সাংবাদিক হিসেবে চাঁদাবাজির তথ্য রেকর্ড সংগ্রহ করে নেয়া আমার দায়িত্ব ও কর্তব্য।
বাকি সব আপনারাই বিচার করবেন। সকল বন্ধুদের প্রতি অনুরোধ যারা সাংবাদিক সম্মেলন এর নামে মিথ্যা প্রহসন করেছে তাদের সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন,তারা কি করে?চাকরি নাকি ব্যবসা? আমি আল্লাহর রহমতে বুকে হাত দিয়ে বলতে পারি ছোটকাল হতেই মানুষের সেবা ও ব্যবসা করে আসছি। ধন্যবাদ-সকল বন্ধু ও হিংসাত্মক বন্ধুদের। আইনের প্রতি আমি সদা অবিচল। কৃতজ্ঞতা জানাই যেসব সাংবাদিক বন্ধুরা সত্য তুলে ধরেছেন।