সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম এর অর্থ সম্পাদক ও স্থানীয় দৈনিক দক্ষীনের মশাল’র স্টাফ রিপোর্টার মোতাহার নেওয়াজ মিনাল’র পিতা এবং সাতক্ষীরা সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মরহুম নসির উদ্দীন মোড়লের ছেলে সদরের কদমতলা বাজারের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী মহাতাব উদ্দীন (৮৭) আর নেই (ইন্না…রাজেউন)। শনিবার রাত ১০ টা ১৭ মিনিটে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের অসুখে ভুগছিলেন এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় সজন রেখে গেছেন। রবিবার জোহরের নামাজ বাদ মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃনং ৫৮৩/০৪) এর নেতৃবৃৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সংগঠনের নেতৃবৃৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক পত্রদূত), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক মুক্তখবর), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন ও দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন ও দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন,Cp,Tv), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয়মাত্রা)।