সীতাকুণ্ড সংবাদদাতাঃমরহুম আলহাজ্ব এবি এম আবুল কাশেম মাষ্টার এর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।।
বীর চট্টলা তথা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের আমৃত্যুকালীন সভাপতি, অবিসংবাদিত নেতা , সীতাকুণ্ড থেকে পরপর দুইবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য,ও বানিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সাবেক সভাপতি, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সীতাকুণ্ড গন মানুষের প্রিয় নেতা মরহুম আবুল কাশেম মাস্টার এর পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় বক্তারা বলেন উনি মানুষের কল্যাণে জন্য কাজ করে গেছেন, রাজনীতি করেছেন সমাজ,দেশ ও দেশের সাধারন মানুষের জন্য, বক্তারা সবাই বলেন মরহুম আলহাজ্ব এবি এম আবুল কাশেম মাষ্টার এমপির দেখানো পথে আমাদের চলতে হবে,উনার অসমাপ্ত কাজ গুলাকে আমরা করে যেতে হবে,এই সময় বক্তারা উনার রুহের মাগফেরাত কামনা করে উনার কবর জেয়ারত এবং মোনাজাতে অংশগ্রহন করেন।..উক্ত শোকসভায় মঞ্চে উপবিষ্ট ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জননেতা এম এ সালাম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, উত্তর জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুমের সুযোগ্য সন্তান সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলার চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সহ সভাপতি জননেতা জয়নাল আবেদীন সুজা সহ অন্যান্য নেতৃবৃন্দ।