৭১ বাংলাদেশ ডেস্কঃ সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। কারো বিরুদ্ধে মামলা থাকলে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এখানে দল মুখ্য বিষয় নয় বলেও জানান তিনি।
শনিবার (৪ জানুয়ারি) সকালে তেজঁগাওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) সবসময় নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এবং জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে। যে দলেরই হোক তার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা এবং ওয়ারেন্ট থাকে তাকে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো সময় গ্রেফতার করতে পারে। ,ফাইল ফটো