দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের গঙ্গারামের চকে গত ১ জুন অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে দক্ষিণ সুরমা উপজেলা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১৬ হাজার টাকা ও দুই বান্ডেল করে ঢেউ টিন বিতরণ করা হয়।
বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃআব্দুল হক ক্ষতিগ্রস্ত দুদু মিয়া, নেছার আলী ও ছানা মিয়া এই তিন পরিবারের মাঝে প্রত্যেককে ১৬ হাজার টাকার চেক ও দুই বান্ডেল করে ঢেউ টিন প্রদাণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, মোগলাবাজর ইউপি সদস্য সেলিম আহমদ, শামীম আহমদ, কৃষকলীগ নেতা শামীম কবির প্রমূখ।